শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা

সাদ্দাম হোসেন : [২] জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার সময় ঠাকুরগাও স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিজ্ঞ বিচারক তারিকুল কবির এ আদেশ প্রদান করেন।

[৩] এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হামিদ ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন ঠাকুরগাও জেলা আইনজীবি সমিতি'র বিজ্ঞ আইনজীবি এ্যাড.সৈয়দ আলম।

[৪] বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান জানান, দীর্ঘ আইনী লড়াইয়ে মামলায় খালাস পাওয়ায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ষড়যন্ত্রমুলক ও মিথ্যা অস্ত্র মামলায় খালাস পাওয়ায় আমি ধন্যবাদ ও অকৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবি এ্যাড.সৈয়দ আলমসহ আমার পক্ষের সকল আইনজীবিগণকে।

[৫] ড. টিএম মাহবুবর রহমানের পক্ষের আইনজীবি ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.সৈয়দ আলম বলেন, আইনী লড়াইয়ে বিজ্ঞ আদালত খালাস প্রদান করায় আমি বিজ্ঞ আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করছি। আমি মনে করি এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

[৬] উল্লেখ্য যে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর রাতে ড.টি এম মাহবুবর রহমানের বাড়ী থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়