শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] জুভেন্টাসের হয়ে জোড়া গোলে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন রোনালদো, দল জিতলো ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেনন্টাসের হয়ে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন। তিনি পেনাল্টি থেকে জোড়া গোল করলেন। সিরি এ-তে জেনোয়াকে দাপটের সঙ্গেই হারাল জুভেন্টাস। রোববার প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে কোচ আন্দ্রেয়া পিরলোর দল।

[৩] প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার ৫৭ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়ে যাওয়ার জুভরা। তবে ৪ মিনিট পরই সমতা টানেন স্তেফানো স্তুরারো। এরপরই দৃশ্যপটে রোনালদো। ৭৮ ও ৮৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন পর্তুগিজ তারকা।

[৪] চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন রোনালদো। ম্যাচটা ৩-০ ব্যবধানের জিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। জুভদের হয়ে ১০০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ৭৭টি। ক্লাবটির হয়ে খেলা কোনো ফুটবলারের প্রথম ১০০ম্যাচে যা তৃতীয় সর্বোচ্চ।

[৫] এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এসি মিলারে চেয়ে তিন পয়েন্ট পেছনে থেকে চারে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১১ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট তুরিনের দলটির। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে নাপোলি। আর তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ১০ ম্যাচে ২৬। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়