শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানুয়ারিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক : [২] আইসিসি থেকে সব ধরনের ক্রিকেট থেকে দু’বছরের নিষেধাজ্ঞা (এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত) থাকায় গেল মার্চে প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান।

[৩] চলতি বছরের ২৮ অক্টোবর মধ্যরাতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। নিষেধাজ্ঞা পেরিয়ে ইতোমধ্যে মাঠের ক্রিকেটেও ফিরেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেটে ফেরায় অনুমেয়ভাবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

[৪] আজ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, এটা সবার ক্ষেত্রেই যা হয় তাই হবে। সে বাংলাদেশের হয়ে খেললেই চুক্তিতে চলে আসবে।

[৫] এ প্রসঙ্গে আকরাম বলেন, যখনই সাকিব বাংলাদেশের হয়ে খেলবে তখনই সে চুক্তিতে চলে আসবে। যেটা স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে হয়ে আসছে।

[৬] আকরামের বক্তব্য অনুযায়ী, সাকিবের চুক্তিতে ফেরার অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হচ্ছে না। কারণ সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে ওই সিরিজে দিয়েই করোনার সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ ও সাকিব। তিনি বাংলাদেশের হয়ে খেললেই চুক্তিতে ফিরবেন।

[৭] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও খুব বেশি সুবিধা করতে পারছেন না সাকিব। বোলিংয়ে নিজের সহজাত রূপ দেখা গেলেও ব্যাটিংয়ে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না এই অলরাউন্ডার। তবে আকরাম বিশ্বাস করেন খুব দ্রুতই ফর্মে ফিরবেন তিনি। তথ্যসূত্র, বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়