শিরোনাম
◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতের বিরুদ্ধে জেগে উঠতে হবে, অন্যথায় বাংলাদেশ টিকবে না: ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক: [২] এই ইতিহাসবিদ আরও বলেন, হেফাজত মুক্তিযুদ্ধ ও নারীবিদ্বেষী, কোরআনের নিহিতার্থ বোঝে না।

[৩] হেফাজতের মুখ থেকে ইসলামের ব্যাখ্যা-বিশ্লেষণ কোনোদিনই শুনিনি। বরং নারীদের ‘তেঁতুল’ হিসেবে অভিহিত করেছিলেন প্রয়াত আহমদ শফী। ভাস্কর্য ভাঙার দাবি উদ্ভট। বিশে^র সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে। হেফাজত সঠিকভাবে কোরআন পড়ে না। ইসলাম যা বলে, হেফাজত তা বোঝে না।

[৪] তিনি বলেন, ধর্মান্ধরা পরাজিত শক্তি। বাংলাদেশ যদি পরাজিত শক্তির কাছে হার মানে, তাহলে তা চরম দুর্ভাগ্য হবে। তাই ধর্মান্ধদের আবারও পরাজিত করতে হবে। ধর্মান্ধ হেফাজতের বিরুদ্ধে সামাজিক লড়াই অত্যাসন্ন। ইসলামকে সঙ্গে নিয়ে ধর্মান্ধদের বিরুদ্ধে গোটা দেশ এক হতে হবে।

[৫] ড. আনোয়ার বলেন, একসময় জিয়া-এরশাদ-খালেদা ধর্মান্ধদের দুধ-কলা দিয়ে পুষেছিলো আওয়ামী লীগের বিরুদ্ধশক্তি হিসেবে। অথচ সেই ধর্মান্ধদের সঙ্গে এখন আওয়ামী লীগ রাজনৈতিক সখ্য করেছে। হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। ধর্মান্ধদের উত্থানের পেছনে জিয়া-এরশাদ-খালেদার মতো সমভাবে বর্তমান সরকারও দায়ী।

[৬] তার মতে, আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তৎপর আছে, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েই সোনার বাংলা হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। এখন এদেশের মানুষের মধ্যে সোনা কতোটুকু আছে তা প্রশ্নবিদ্ধ। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, তারা এখন আদর্শিক বন্ধ্যাত্বে ভুগছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়