শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতের বিরুদ্ধে জেগে উঠতে হবে, অন্যথায় বাংলাদেশ টিকবে না: ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক: [২] এই ইতিহাসবিদ আরও বলেন, হেফাজত মুক্তিযুদ্ধ ও নারীবিদ্বেষী, কোরআনের নিহিতার্থ বোঝে না।

[৩] হেফাজতের মুখ থেকে ইসলামের ব্যাখ্যা-বিশ্লেষণ কোনোদিনই শুনিনি। বরং নারীদের ‘তেঁতুল’ হিসেবে অভিহিত করেছিলেন প্রয়াত আহমদ শফী। ভাস্কর্য ভাঙার দাবি উদ্ভট। বিশে^র সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে। হেফাজত সঠিকভাবে কোরআন পড়ে না। ইসলাম যা বলে, হেফাজত তা বোঝে না।

[৪] তিনি বলেন, ধর্মান্ধরা পরাজিত শক্তি। বাংলাদেশ যদি পরাজিত শক্তির কাছে হার মানে, তাহলে তা চরম দুর্ভাগ্য হবে। তাই ধর্মান্ধদের আবারও পরাজিত করতে হবে। ধর্মান্ধ হেফাজতের বিরুদ্ধে সামাজিক লড়াই অত্যাসন্ন। ইসলামকে সঙ্গে নিয়ে ধর্মান্ধদের বিরুদ্ধে গোটা দেশ এক হতে হবে।

[৫] ড. আনোয়ার বলেন, একসময় জিয়া-এরশাদ-খালেদা ধর্মান্ধদের দুধ-কলা দিয়ে পুষেছিলো আওয়ামী লীগের বিরুদ্ধশক্তি হিসেবে। অথচ সেই ধর্মান্ধদের সঙ্গে এখন আওয়ামী লীগ রাজনৈতিক সখ্য করেছে। হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। ধর্মান্ধদের উত্থানের পেছনে জিয়া-এরশাদ-খালেদার মতো সমভাবে বর্তমান সরকারও দায়ী।

[৬] তার মতে, আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তৎপর আছে, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েই সোনার বাংলা হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। এখন এদেশের মানুষের মধ্যে সোনা কতোটুকু আছে তা প্রশ্নবিদ্ধ। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, তারা এখন আদর্শিক বন্ধ্যাত্বে ভুগছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়