মামুন : [২] বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেনের আদালতে সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে আগামি ২৮ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
[৩] মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ নভেম্বর সকাল ১০ টায় নিউজ ২৪ চ্যানেলের টকশোর এক পর্যায়ে সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, ‘আমাদের কাবা শরিফ যেটা বাইতুল্লাহ শরিফ সেটাও, কিন্তু একটা স্ট্যাচু। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপর আমরা শয়তানকে যে পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না। সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। আসামির এরূপ বক্তব্য রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী সৃজন করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে। সম্পাদনা: বাশার নূরু