শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফুল বডি’ স্ক্যানার বসছে শাহজালাল বিমানবন্দরে

লাইজুল ইসলাম: [২] অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্সরে দিয়ে যাত্রীদের শরীর স্ক্যান করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই প্রযুক্তির মেশিনারিজ এই প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে বিমানবন্দটিতে । এই প্রযুক্তির কল্যাণে নিরাপত্তা তল্লাশীতে আর হাত দিয়ে স্পর্শ করতে হবে না। ফলে বিমানবন্দরে যাত্রী সেবা বৃদ্ধির পাশাপাশি বাঁচবে সময়। এখন আর হাত দিয়ে চেক করতে হবে না। তাছাড়া, যাত্রীদের পরিধেয় জিনিস খুলতে হবে না। লাগেজ যেভাবে স্ক্যান হয় ঠিক সেভাবেই ফুল বডি চেক হয়ে যাবে। দুটো মেশিনই এক্স-রে ব্যবহার করে।

[৩] নিরাপত্তার সঙ্গে জড়িত এক আনসার সদস্য বলেন, নিরাপত্তার শেষ ধাপে আমাদের কাছে যে মেশিন রয়েছে সেখানে শুধু ধাতব বস্তু স্ক্যান হতো। এর জন্য যাত্রীদের পরনের বেল্ট, মোবাইল, হ্যান্ড ব্যাগ, মানিব্যাগ এমনকি জুতাও খুলতে হতো। তারপর আমরা আবার পুরো শরীর হাত দিয়ে চেক করতাম।

[৪] এই কর্মকর্তা বলেন, চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে। আমাদের কর্মীদের এগুরো দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটা নতুন প্রযুক্তি আসলে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়ানোরও তো একটা বিষয় আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন দেশের সবচেয়ে বড় ও বেশি যাত্রী ধারণ করে। এটার নিরাপত্তায় যাই আনুক সেটা আগে পরিচালনা করে দেখে শিখতে হয়। তারপর ব্যবহারে নামানো হয়। খুব শিগগিরই মেশিন গুলো চালু করা হবে।

[৫] শাহজালালের নিরাপত্তার সঙ্গে জাড়িত এক কর্মকর্তা বলছেন, এটি যেমন সময় বাঁচাবে, তেমনি যেহেতু সরাসরি স্পর্শেরও আর দরকার হচ্ছে না তাই মানুষের কাজও কমিয়ে দেবে। শুধু মেশিনের ভেতরে গিয়ে পুরো শরীর স্ক্যান করার সুযোগ দিতে হবে। তাহলে যে শুধু জামা-কাপড়ের ভেতর কিছু থাকলে সেটাই দেখাবে তাই নয়, যদি শরীরের নিচেও কিছু লুকানো থাকে তাও শনাক্ত হবে এই এক্স রে মেশিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়