শিরোনাম
◈ নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না: মির্জা ফখরুল ◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফুল বডি’ স্ক্যানার বসছে শাহজালাল বিমানবন্দরে

লাইজুল ইসলাম: [২] অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্সরে দিয়ে যাত্রীদের শরীর স্ক্যান করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই প্রযুক্তির মেশিনারিজ এই প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে বিমানবন্দটিতে । এই প্রযুক্তির কল্যাণে নিরাপত্তা তল্লাশীতে আর হাত দিয়ে স্পর্শ করতে হবে না। ফলে বিমানবন্দরে যাত্রী সেবা বৃদ্ধির পাশাপাশি বাঁচবে সময়। এখন আর হাত দিয়ে চেক করতে হবে না। তাছাড়া, যাত্রীদের পরিধেয় জিনিস খুলতে হবে না। লাগেজ যেভাবে স্ক্যান হয় ঠিক সেভাবেই ফুল বডি চেক হয়ে যাবে। দুটো মেশিনই এক্স-রে ব্যবহার করে।

[৩] নিরাপত্তার সঙ্গে জড়িত এক আনসার সদস্য বলেন, নিরাপত্তার শেষ ধাপে আমাদের কাছে যে মেশিন রয়েছে সেখানে শুধু ধাতব বস্তু স্ক্যান হতো। এর জন্য যাত্রীদের পরনের বেল্ট, মোবাইল, হ্যান্ড ব্যাগ, মানিব্যাগ এমনকি জুতাও খুলতে হতো। তারপর আমরা আবার পুরো শরীর হাত দিয়ে চেক করতাম।

[৪] এই কর্মকর্তা বলেন, চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে। আমাদের কর্মীদের এগুরো দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটা নতুন প্রযুক্তি আসলে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়ানোরও তো একটা বিষয় আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন দেশের সবচেয়ে বড় ও বেশি যাত্রী ধারণ করে। এটার নিরাপত্তায় যাই আনুক সেটা আগে পরিচালনা করে দেখে শিখতে হয়। তারপর ব্যবহারে নামানো হয়। খুব শিগগিরই মেশিন গুলো চালু করা হবে।

[৫] শাহজালালের নিরাপত্তার সঙ্গে জাড়িত এক কর্মকর্তা বলছেন, এটি যেমন সময় বাঁচাবে, তেমনি যেহেতু সরাসরি স্পর্শেরও আর দরকার হচ্ছে না তাই মানুষের কাজও কমিয়ে দেবে। শুধু মেশিনের ভেতরে গিয়ে পুরো শরীর স্ক্যান করার সুযোগ দিতে হবে। তাহলে যে শুধু জামা-কাপড়ের ভেতর কিছু থাকলে সেটাই দেখাবে তাই নয়, যদি শরীরের নিচেও কিছু লুকানো থাকে তাও শনাক্ত হবে এই এক্স রে মেশিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়