শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফুল বডি’ স্ক্যানার বসছে শাহজালাল বিমানবন্দরে

লাইজুল ইসলাম: [২] অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্সরে দিয়ে যাত্রীদের শরীর স্ক্যান করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই প্রযুক্তির মেশিনারিজ এই প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে বিমানবন্দটিতে । এই প্রযুক্তির কল্যাণে নিরাপত্তা তল্লাশীতে আর হাত দিয়ে স্পর্শ করতে হবে না। ফলে বিমানবন্দরে যাত্রী সেবা বৃদ্ধির পাশাপাশি বাঁচবে সময়। এখন আর হাত দিয়ে চেক করতে হবে না। তাছাড়া, যাত্রীদের পরিধেয় জিনিস খুলতে হবে না। লাগেজ যেভাবে স্ক্যান হয় ঠিক সেভাবেই ফুল বডি চেক হয়ে যাবে। দুটো মেশিনই এক্স-রে ব্যবহার করে।

[৩] নিরাপত্তার সঙ্গে জড়িত এক আনসার সদস্য বলেন, নিরাপত্তার শেষ ধাপে আমাদের কাছে যে মেশিন রয়েছে সেখানে শুধু ধাতব বস্তু স্ক্যান হতো। এর জন্য যাত্রীদের পরনের বেল্ট, মোবাইল, হ্যান্ড ব্যাগ, মানিব্যাগ এমনকি জুতাও খুলতে হতো। তারপর আমরা আবার পুরো শরীর হাত দিয়ে চেক করতাম।

[৪] এই কর্মকর্তা বলেন, চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে। আমাদের কর্মীদের এগুরো দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটা নতুন প্রযুক্তি আসলে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়ানোরও তো একটা বিষয় আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন দেশের সবচেয়ে বড় ও বেশি যাত্রী ধারণ করে। এটার নিরাপত্তায় যাই আনুক সেটা আগে পরিচালনা করে দেখে শিখতে হয়। তারপর ব্যবহারে নামানো হয়। খুব শিগগিরই মেশিন গুলো চালু করা হবে।

[৫] শাহজালালের নিরাপত্তার সঙ্গে জাড়িত এক কর্মকর্তা বলছেন, এটি যেমন সময় বাঁচাবে, তেমনি যেহেতু সরাসরি স্পর্শেরও আর দরকার হচ্ছে না তাই মানুষের কাজও কমিয়ে দেবে। শুধু মেশিনের ভেতরে গিয়ে পুরো শরীর স্ক্যান করার সুযোগ দিতে হবে। তাহলে যে শুধু জামা-কাপড়ের ভেতর কিছু থাকলে সেটাই দেখাবে তাই নয়, যদি শরীরের নিচেও কিছু লুকানো থাকে তাও শনাক্ত হবে এই এক্স রে মেশিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়