শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্বাণ আরিফ: আমাদের লড়াইয়ের একটাই লক্ষ্য দেশটা যেন আফগানিস্তান, পাকিস্তান না হয়, আমাদের আর কোনো চাওয়া নেই

অনির্বাণ আরিফ: আমাদের লড়াইয়ের একটাই লক্ষ্য দেশটা যেন আফগানিস্তান, পাকিস্তান না হয়। আমাদের আর কোনো চাওয়া নেই। ক্ষমতায় কে এলো, কে থাকলোÑ সেটা নিয়েও আমরা ইন্টারেস্টেড নই৷ আজ যারা আধুনিক মনস্ক, পশ্চিমা পোশাক পরেন, চাইনিজ খাবার খান, থ্রি কোয়ার্টার পরে হাঁটেন, আইএলটিএস পড়েন, কাটা চামচ ধরে খাবার মুখে নেন, ট্রেন্ড ধরে লাইফস্টাইল বদলান, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করেন আপনারা ভাবছেন দেশে যা হওয়ার হোক আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন ঠিক, তবে ভালো কী থাকবেন সবসময়? আফগানিস্তানের নাজিবুল্লাহ সরকারের পতনের পর তালেবানরা কেবল মার্ক্সবাদী বাম আর স্যেকুলারদের হত্যা করেনি তারা জাতীয়তাবাদী, লিবারেল, মাওবাদী বাম, মডারেট এমনকি আমাদের দেশের জামায়াতে ইসলামের মতো হাফ ইসলামপন্থীদেরও ফাঁসিতে ঝুলিয়েছে।

তালেবান কী, জঙ্গি কী, উগ্রবাদী কেমন এটার সামনা-সামনি না হওয়া পর্যন্ত এ সম্পর্কে আপনাদের বোঝানো যাবে না। আপনারা যারা আজ এন্টি বঙ্গবন্ধু, এন্টি আওয়ামী লীগ, বিএনপি, রাজনীতি অপছন্দকারী, মোটিভেশনাল স্পীকার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সেলিব্রিটি, লাইক কামাইকারী, ট্রেন্ডবাজ, পাতিনেতা, ওয়ার্ডের নেতা তারা মনে করবেন না উগ্রবাদীরা (হেফাজত-তালেবান) আসলে আপনারা নিরাপদ। মনে রাখুন বঙ্গবন্ধুপন্থীদের সাথে আপনাদেরও কবর হয়ে যাবে৷ লিখে রাখেন শুধু তাদের মতো না হলে তারা কাউকেই রেহাই দেবে না। দিন থাকতে সুশীলতা, নিরপেক্ষতা, রাজনৈতিক বৃত্ত ভেঙে এক কাতারে আসুন। বাংলাদেশকে উগ্রবাদীদের হাত থেকে বাঁচান না হয়, আমরা মরবো আপনিও কিন্তু বাঁচবেন না! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়