তপু সরকার : [২] আলুর বাজার ও বীজের মান নিয়ন্ত্রণ রাখতেই এ-পরিদর্শন্ ।
[৩] রোববার (২৯ নভেম্বর ) সকাল ১১টার সময় আনার কলি মাহবুব এ-হিমাগার পরিদর্শন করে এবং হিমাগারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন ।
[৪] এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপ-পরিচালক কৃষিবীধ সাজেদুর রহমান ও অন্যান্য কর্মকর্তা কমর্চারী উপস্থিত ছিলেন ।