শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর কড়া পাহারায় ক্রাইস্টচার্চে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। এই ক্রাইস্টচার্চেই ২০১৯ সালে এক জঙ্গির নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৫০ জনেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম। সেই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

[৩] স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি এবং টেস্ট সিরিজ শুরুর আগে সেই ক্রাইস্টচার্চেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন নিশ্চিত করার জন্য সেনা প্রহরা বসিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

[৪] জানা যায়, পাকিস্তান ক্রিকেট দলকে পুরোপুরি সেনা তদারকির মধ্যেই রাখা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের পুরোটা সময় পাকিস্তান ক্রিকেট দল পুরোপুরি সেনা তত্ত্বাবধানেই থাকবে। মূলত সঠিকভাবে কোয়ারেন্টাইন পালন, স্থানীয়ভাবে গ্রহণ করা কোভিড-১৯ এর জন্য যত নিয়ম-নীতি রয়েছে- সবগুলো সুন্দরভাবে যাতে পাকিস্তানি ক্রিকেটাররা পালন রকতে পারে, সে জন্যই এই সেনা তত্বাবধানের ব্যবস্থা করা হয়। - ক্রিকেট পাকিস্তান ডটকম

[৫] পাকিস্তানে ক্রিকেট দল লাহোর থেকে প্রথমে দুবাই। এরপর সেখান থেকে সোজা গিয়ে পৌঁছায় নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এরপর অকল্যান্ড থেকে তাদেরকে পাঠানো হয় ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করার জন্য।

[৬] পাকিস্তান ক্রিকেট দলের প্রতিটি সদস্য যেন কোভিড-১৯ প্রতিরোধে গৃহীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পালন করে (যেমন মাস্ক পরিধান), সেটা নিশ্চিত করার জন্য দুবাই থেকেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একজন মেডিক্যাল বিশেষজ্ঞ নিয়োগ করেছে।

[৭] অকল্যান্ডে পৌঁছার পর পাকিস্তান ক্রিকেট দল যখন ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে রওনা করবে, তার আগে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা পাকিস্তানের ক্রিকেটারদের তাদের দেশের কোভিড-১৯ প্রতিরোধে গৃহীত প্রটোকল সম্পর্কে বিস্তারিত অবহিত করে। সেখানে রয়েছে, কিভাবে সামাজিক দুরত্ব পালন করতে হবে, কিভাবে মাস্ক পরে থাকতে হবে এবং সঙ্গে অন্যসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। - চমক নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়