শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, কাঠের নৌকা জব্দ

সুজন কৈরী : [২] টেকনাফের শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে ৭২ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ও শাহপুরী আউটপোস্ট।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানকালে হঠাৎ একটি কাঠের নৌকা মায়ানমার সীমানা থেকে বাংলাদেশের দিকে আসার সময় গতিবিধি সন্দেহজনক মনে হয়। বাংলাদেশ সীমানায় আসার পর কোষ্ট গার্ডের সদস্যরা তাদের নৌকা থামাতে সংকেত দেয়। পাচারকারীরা পালানোর চেষ্টা কালে কোস্ট গার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে পানিতে লাফিয়ে সাঁতরে তীরে উঠে মায়ানমার সীমানায় জঙ্গলের ভিতর ঢুকে যায়। পরে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করে তল্লাশি করে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৪] কোস্ট গার্ডের কর্মকর্তা আরও বলেন, বাহিনীর আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়