লালমনিরহাট প্রতিনিধি: [২] শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মজিবর রহমান ওই এলাকার বাসিন্দা।
[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেনটি বুড়িমারী অভিমুখে যাওয়ার সময় ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় পৌঁছালে রেললাইনের উপর ঘাস খাওয়ারত ছাগলটি বাঁচাতে যান। এ সময় ট্রেনের ধাক্কায় মজিবর রহমান ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
[৪] কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন