শিরোনাম
◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: কোনো ধর্মই প্রগতিকে ঠেকিয়ে রাখতে পারে না

আহসান হাবিব : কোনো ধর্মই প্রগতিকে ঠেকিয়ে রাখতে পারে না। জগত যে সূত্র দ্বারা এগিয়ে চলে এবং মানুষ নামক এক কল্পনা শক্তির অধিকারী প্রাণি প্রকৃতির বৈশিষ্ট্যকে আত্মস্থ করে বিজ্ঞান জগত গড়ে তোলে, এটা ধর্মের মৌল বৈশিষ্ট্যের সঙ্গে সাংঘর্ষিক। ধর্ম বস্তু সত্য থেকে এতোটাই দূরে যে আদতে কোনো সম্পর্কই নেই। এটি একটি অলৌকিক সত্ত্বার ওপর ভর করে গড়ে ওঠে যা চরিত্রের দিক থেকে শিশুতোষ এবং আদিম। অনুন্নত সমাজের যে ক্ষমতা কাঠামো, তার ভেতর থেকে অপেক্ষাকৃত ক্ষমতাবান শক্তি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার ছলনায় ধর্ম নামক এক বিভ্রম তৈরি করে।

এটি কাজ করে কেননা মানুষ তার অসহায়ত্ব ভুলে থাকার জন্য নিজের নিরাপত্তার কথা ভেবে এর ছায়াতল এসে দাঁড়াতে বাধ্য হয়। কিন্তু সময় যতো এগিয়ে চলে, প্রকৃতির নিয়মগুলো মানুষের হস্তগত হতে থাকে, ধর্মের চাপিয়ে দেওয়া বাণীগুলো ততো প্রাসঙ্গিকতা হারাতে থাকে। এই হারানোর কারণ শুধু বস্তুর সত্য উদ্ঘাটনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা মানুষের জীবনধারণ এবং তার ক্রম উন্নতভাবে টিকে থাকার ক্ষেত্রে অসাধারণ সহায়ক হয়ে ওঠে যা ধর্ম দ্বারা কখনোই সম্ভব নয়। তাই ধর্ম যতোই মানুষকে পিছন দিকে টানার চেষ্টা করুক, ধরে রাখা সম্ভব নয়।

কিন্তু ধর্ম যে প্রভাব মানবমনে ফেলে, তা খুব সহজেই দূর হতে চায় না । এটা সম্পূর্ণ নির্ভর করে শিক্ষার ওপর। যে শিক্ষা ব্যবস্থায় ধর্ম উপাদান হিসেবে থেকে যায়, তা শিশু ও মানবমনে একটা ছায়াপাত রেখে যায়। আর যেহেতু প্রকৃতিকে সম্পূর্ণ আত্মস্থ করা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই সবসময় একটি প্রশ্ন তাকে তাড়া করে ফেরে। ‘আমরা কোথা থেকে এলাম’? যদিও বিজ্ঞান এই প্রশ্নের উত্তরের চাইতে এতো বেশি প্রকৃতির সত্যকে উদঘাটন করে ফেলেছে যে, ধর্মের প্রাসঙ্গিকতা সমুলে ধ্বসে পড়ে এবং পেরিয়ে আসা সময়ের দিকে তাকিয়ে একথা নির্দ্বিধায় বলা যায় যে মানুষ তার অস্তিত্বের প্রশ্নে যে শুধু বস্তুজগতের ওপরই নির্ভরশীল, তার সত্য আবিষ্কার করে ফেলেছে।

শুধু তাই নয়, মানুষ তার আনন্দ বিধানের জন্য, উপভোগের জন্য ক্রমাগত যে আবিষ্কার করে চলেছে, ধর্মের কোনো উপাদান তাতে এতোটুকু নেই। এই যে বস্তু সত্যের ক্রমাগত অগ্রযাত্রা, তা ঠেকিয়ে রাখার কোনো শক্তি ধর্মের নেই। তাই প্রগতির সঙ্গে ধর্মের বিরোধ অবশ্যম্ভাবী এবং পরাজয় অনিবার্য। এটা কারো ইচ্ছার বিষয় নয়, এটাই ঘটবে। তবে প্রগতিকে ঠেকিয়ে রাখতে যখন ধর্ম যখন তার ঢাল তলোয়ার নিয়ে হাজির হয়, প্রগতির অনেক মূল্য দিয়ে হয়। তথাপি সত্য এই প্রগতির জয়যাত্রা অপ্রতিরোধ্য, কোনো শক্তিরই তাকে ঠেকিয়ে রাখার শক্তি নেই, কেননা এটাই বস্তুর ধর্ম, যা মানব বৈশিষ্ট্যে মানসিক ও জৈবিক-বিদ্যমান এক অবিচ্ছিন্ন সত্ত্বা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়