শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাটার মিস্ত্রীর মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাক মিয়া (২০) নামের এক সাটার মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের চাচাতো ভাই নুরনবী ইসলাম ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

[৩] ওই দিন বিকাল ৫ টার দিকে কোনাপাড়া হাজী বাদশা মিয়া রোডের খোকন সাহেবের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া কুড়িগ্রামের কচাকাটি থানার নয়নাতারি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ডেমরার মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত ওই মিস্ত্রী মোস্তাকসহ ৯ জন ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় যথারীতি সাটারের কাজ করছিলেন। ওই দিন বিকালে সাটারে বসে কাজ করার সময় অসাবধানতাবশত মোস্তাক মিয়া চতুর্থ তলা থেকে মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত যখম হন।

[৫] এ সময় সহকর্মীরা মোস্তাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোস্তাকের মাথার ডান পাশের খুলি ভেঙ্গে যায়। মোস্তাক সাটারে বসেই সাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটার ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়