শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাটার মিস্ত্রীর মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাক মিয়া (২০) নামের এক সাটার মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের চাচাতো ভাই নুরনবী ইসলাম ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

[৩] ওই দিন বিকাল ৫ টার দিকে কোনাপাড়া হাজী বাদশা মিয়া রোডের খোকন সাহেবের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া কুড়িগ্রামের কচাকাটি থানার নয়নাতারি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ডেমরার মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত ওই মিস্ত্রী মোস্তাকসহ ৯ জন ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় যথারীতি সাটারের কাজ করছিলেন। ওই দিন বিকালে সাটারে বসে কাজ করার সময় অসাবধানতাবশত মোস্তাক মিয়া চতুর্থ তলা থেকে মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত যখম হন।

[৫] এ সময় সহকর্মীরা মোস্তাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোস্তাকের মাথার ডান পাশের খুলি ভেঙ্গে যায়। মোস্তাক সাটারে বসেই সাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটার ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়