শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাটার মিস্ত্রীর মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাক মিয়া (২০) নামের এক সাটার মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের চাচাতো ভাই নুরনবী ইসলাম ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

[৩] ওই দিন বিকাল ৫ টার দিকে কোনাপাড়া হাজী বাদশা মিয়া রোডের খোকন সাহেবের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া কুড়িগ্রামের কচাকাটি থানার নয়নাতারি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ডেমরার মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত ওই মিস্ত্রী মোস্তাকসহ ৯ জন ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় যথারীতি সাটারের কাজ করছিলেন। ওই দিন বিকালে সাটারে বসে কাজ করার সময় অসাবধানতাবশত মোস্তাক মিয়া চতুর্থ তলা থেকে মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত যখম হন।

[৫] এ সময় সহকর্মীরা মোস্তাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোস্তাকের মাথার ডান পাশের খুলি ভেঙ্গে যায়। মোস্তাক সাটারে বসেই সাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটার ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়