শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিলো

স্পোর্টস ডেস্ক: [২] কোভিড-১৯ মহামারিতে বদলে গেছে ক্রিকেটের সূচি। পিছিয়ে গেছে বেশ কয়েকটি বিশ্বকাপ। এবার পিছিয়ে গেল আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা ছিল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি পিছিয়ে হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

[৩] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত ২০২২ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস থাকাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

[৪] ২০২৩ সালে মেয়েদের ক্রিকেটের বড় কোনো আসরও ছিল না। তাই পিছিয়ে সেটিকে ওই বছর নেয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পিছিয়ে দেয়ায় মেয়েরা বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে পারবেন বলে মনে করেন আইসিসির ডেভলাপমেন্ট সিইও মানু সাউনে।

[৫] তিনি বলেন, সংখ্যার দিক থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে নিয়ে যাওয়া সঠিক হয়েছে। প্রথমত খেলোয়াড়দের ওপর এটা কাজের চাপে ভারসম্য আনবে। তারা বিশ্বমঞ্চে সুযোগ পেয়ে সর্বোচ্চটা দিতে পারবে। দ্বিতীয়ত, আমরা ২০২২ ও ২০২৩ সালে মেয়েদের মেয়েদের ক্রিকেটের গতিপ্রকৃতি ঠিক রাখবে।

[৬] এর আগে আগস্টে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি- টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। আগামী বছরে জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা মেয়েদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।- আইসিসি ওয়েবসাইট/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়