মিনহাজুল আবেদীন : মীর শওকত আলী ১৯৩৮ সালের ১১ জানুয়ারি পুরনো ঢাকার নাজিরা বাজারের আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন। তিনি মাহুতটুলী প্রি-প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর এইচএসসি পাস করেন ঢাকা কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পেয়ে কর্মজীবনে শুরু করেন। তিনি বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১-৯৬ মেয়াদে শ্রম ও খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৫ নং সেক্টরে নেতৃত্বে দিয়েছিলেন। ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরে যান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
তাকে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার বীর উত্তম খেতাব প্রদান করেন। ১৯৭১ সালে বেঙ্গল রেজিমেন্টে মেজর পদে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। বাংলাদেশ সেনাবাহিনীর পুর্ণগঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি জার্মানি, গ্রেট ব্রিটেন, মিসর, অস্ট্রিয়া, পর্তুগাল ও সুদান ইত্যাদি দেশসমূহে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি ২০ নভেম্বর ২০১০ সালে ঢাকায় তার বাসভবন ‘মার্শাল হাউজে’ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তথ্যসূত্র : উইকিপিডিয়া।