জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে পুরুষ নির্যাতন দমন আইন ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা)।
[৩] মানবন্ধনে, ‘পুরুষ বাঁচাও, পুরুষ জাগো’ স্লোগান তোলেন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি ‘খোরপোষ ব্যবসা বন্ধ কর করতে হবে’, ‘মনগড়া কাবিন ব্যবসা বন্ধ করো করতে হবে’ এমন দাবি তোলেন তারা।
[৪] আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২০ উপলক্ষে পুরুষদের অধিকার সংহত করণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর ও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
[৫] এ সময় বক্তারা বলেন, আমরা চাই দেশের আইনে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। বর্তমানে যে আইন তৈরি করা হচ্ছে সেটা শুধুই নারীদের পক্ষে। পুরুষদের পক্ষে কথা বলার কেউ নেই।