শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের ক্ষমা চাওয়াতে হতাশ ভারতের নানা হিন্দুত্ববাদী গোষ্ঠী

ডেস্ক রিপোর্ট : কলকাতায় যেয়ে কালীপূজা উদ্বোধন নিয়ে তৈরি বিতর্কের জেরে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে দেয়া এক বার্তায় ক্ষমা চেয়েছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সাকিবের কালিপূজায় অংশগ্রহণ ও পরবর্তীতে এইজন্য ক্ষমা চাওয়ার কারণে হতাশ ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী। খবর বিবিসি বাংলা’র।

বিশ্ব হিন্দু পরিষদ নেতারা বিবিসিকে জানান, কালীপূজার অংশগ্রহণ নিয়ে ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের প্রতি সাকিব আরও মর্যাদা দেবেন বলেই আশা করা হয়েছিল।

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে সাকিব আসলে হিন্দুধর্মকেই অপমান করেছেন।

বিশ্ব হিন্দু পরিষদের নেতা ড: সুরেন্দ্র জৈন বলেন, সাকিবের মতো তারকা ক্রিকেটারের কাছ থেকে তারা আরও নির্ভীক আচরণ প্রত্যাশা করেছিলেন। এটা দুর্ভাগ্য যে কালীপুজায় যাওয়ার অপরাধে বাংলাদেশে একজন তারকাকেও প্রাণের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাকিব আল হাসানের মতো একজন নন্দিত ক্রিকেটার এই ইসলামী মৌলবাদের নিন্দা করবেন এটাই আমাদের প্রত্যাশা ছিল।

পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সভাপতি ও ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ভারতে যথেষ্ঠ প্রতিবাদ হয়নি। হুমকি দিয়ে তাকে কালীপূজার উদ্বোধন থেকে নিরস্ত করা হলো কিন্তু তার বিরুদ্ধে ভারতে তেমন প্রতিবাদ হচ্ছে না এটা সবচেয়ে দুঃখের।

তবে আলোচিত ওই পূজার প্রধান উদ্যোক্তা ও তৃণমূল নেতা পরেশ পাল বিবিসিকে জানান, সাকিব নয় বরং তাদের পূজার উদ্বোধন করেছিলেন একজন হিন্দু সন্ন্যাসী আদ্যাপীঠের মুরালভাই।
সূত্র- যমুনা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়