শিরোনাম
◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সঙ্গিনীর’ খোঁজে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি

সাজিয়া আক্তার : ভারতে ‘সঙ্গিনীর’ খোঁজে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি বাঘ। তবুও তার সঙ্গিনী জোটেনি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতে কোনো বাঘের এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয়টি একটি রেকর্ড। এখন বাঘটি মহারাষ্ট্রের একটি অভয়ারণ্যে আছে। সেখানে সে একা, একজন সঙ্গিনীর অপেক্ষায় আছে।

বন বিভাগের কর্মকর্তারা এই পুরুষ বাঘটিকে ‘ওয়াকার’ নামে ডাকেন। তার বয়স এখন সাড়ে তিন বছর। বাঘটি মহারাষ্ট্রের একটি অভয়ারণ্যে ছিল। গত বছরের জুনে সেখান থেকে বেরিয়ে পড়ে সে।

তখন বন্য প্রাণী বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, বাঘটি সম্ভবত শিকার, উপযুক্ত বাসস্থান বা সঙ্গিনীর খোঁজে মহারাষ্ট্রের ওই অভয়ারণ্য থেকে বেরিয়ে পড়েছে।

বাঘটির গলায় রেডিও কলার লাগানো ছিল। এই রেডিও কলারের তথ্য অনুযায়ী, ৯ মাসে বাঘটি প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই সময়ে সে মহারাষ্ট্রের সাতটি জেলা ও পাশের তেলেঙ্গানা রাজ্য ঘুরেছে।

গত মার্চ মাসে বাঘটি মহারাষ্ট্রের আরেকটি অভয়ারণ্যে বসতি গড়ে। এ বছরের এপ্রিলে তার গলার রেডিও কলার খুলে নেওয়া হয়।

মহারাষ্ট্রের জ্যেষ্ঠ বন কর্মকর্তা নিতিন কাকোদকর বলেন, বাঘটির উপযুক্ত বাসস্থানের সমস্যা নেই। তার শিকারও আছে যথেষ্ট।

বন কর্মকর্তারা বলছেন, বাঘটি এখন মহারাষ্ট্রের যে অভয়ারণ্যে আছে, সেখানে সে-ই একমাত্র বাঘ। তার জন্য এই অভয়ারণ্যে কোনো বাঘিনীকে আনা যায় কি না, তা নিয়ে তাঁরা ভাবছেন। তবে কাজটি সহজ নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়