স্পোর্টস ডেস্ক : [২] গত ফেব্রæয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একত্রে অনুশীলনের ফলে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়েও তাই অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
[৩] এরই ধারাবাহিকতায় বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে সিলেটে। সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে যুবাদের ক্যাম্প। স্টেডিয়াম থেকে সাড়ে ৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যাধুনিক হোটেলে থাকবেন ক্রিকেটাররা।
[৪] দুই সপ্তাহের এই ক্যাম্প শুরু হবে আগামী ২২ নভেম্বর, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ২৫, ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ও ৪ ডিসেম্বর পাঁচটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। এর আগে বিকেএসপিতে ক্যাম্প করেছে অনূর্ধ্ব-১৯ দল। যদিও সেই ক্যাম্পে করোনা হানা দিলে শেষদিকে কিছুটা বাধাগ্রস্ত হয়।
[৫] প্রস্তুতি ম্যাচের ক্রিকেটাররা -
ওপেনার : মোহাম্মদ ইমন আলী, ইফতেখার আহমেদ ইফতি, মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ।
মিডল অর্ডার : সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হাসান আবদুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস।
পেসার : মুশফিক হাসান, আরফ ইসলাম অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মÐল, মুস্তাকিম মিয়া।
স্পিনার : আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরী।
অলরাউন্ডার : মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত। - ক্রিকফ্রেঞ্জি/ বিসিবি