নূর মোহাম্মদ: [২] বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে কার্যালয়ে নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
[৩] বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রোকনের সভাপতিত্বে সভায় অবিলম্বে দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বিএফইউজে’র বিদায়ী সভাপতি রুহুল আমিন গাজী ও ফটো সাংবাদিক কাজলসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি করা হয়।
[৪] এ ছাড়া সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার, বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক নির্যাতন ও ছাঁটাই বন্ধ এবং বকেয়া আদায়ের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানানো হয় সভায়।
[৫] নবনির্বাচিত সভাপতি এম. আবদুল্লাহ বিএফইউজে’র দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিএফইউজে’র মর্যাদা রক্ষায় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
[৬] যৌথ সভায় আরও বক্তব্য রাখেন নতুন কমিটির সহসভাপতি রাশিদুল ইসলাম ও ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব শফিউল আলম দোলনসহ অন্যান্য নেতারা।