শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ডাক্তারকে পিটিয়ে আহত করলো রোগী

আসাদুজ্জামান বাবুল: [২] সিরিয়াল বিহীন চিকিৎসা সেবা না দেওয়ার অপরাধে গোপালগঞ্জ গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট সরকারি পল্লি স্বাস্থ্য কেন্দ্রের ডা: শেখ সাজ্জাদ হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে স্থানীয় এক যুবক।

[৩] মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিয়াজ মাহমুদ। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট সরকারি পল্লি স্বাস্থ্য কেন্দ্রের ডা. শেখ সাজ্জাদ হোসেন আউটডোরে সিরিয়ালের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন।

[৪] এ সময় নাজিম খন্দকার নামে এক রোগী সিরিয়াল ভঙ্গ করে আগে তাকে চিকিৎসা সেবা দিতে বলে। ডাক্তার অপরাগত স্বীকার করলে সে চিকিৎসকের উপর ক্ষেপে যায়। চলে কথা কাটাকাটি। এক পর্যায়ে ওই যুবক বাড়ীতে গিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ডা. শেখ সাজ্জাদ হোসেনের উপর হামলা চালিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করে।

[৫] এ সময় ঠেকাতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পিয়ন কাজী ওবায়দুরও আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শেখ সাজ্জাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

[৬] গুরুত্বর আহত ডাক্তার শেখ সাজ্জাদের উপর হামলাকারী যুবক নাজিম খন্দকারকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েন (বিএমএ) নেতৃবৃন্দরা বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই যুবককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের ডাক দিবেন তারা।

[৭] গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসাবাড়ী এলাকার ফটিক খন্দকারের ছেলে নাজিম খন্দকারের নামে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিয়াজ মাহমুদ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়