শিরোনাম
◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট বিক্রি, প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে হত্যা

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মায়ের নিকট থেকে নেশাগ্রস্থ প্রবাসী যুবক সিরাজুল ইসলামকে (২৫) কে দেড় লাখ টাকায় কিনে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এই হত্যাকান্ডের সাথে জড়িত পাঁচজনের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামের আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), আমিরুল ইসলাম (৩৩), ওমর ফারুক (৩৮) ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করেন। পরে নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন মা। তাদের উদ্দেশ্যে ছিলো প্রতিপক্ষকে ফাঁসানো। পরে পরিকল্পিতভাবে সিরাজুলেরকে হত্যা করার। এর ধারাবাহিকতা গত ২৮ অক্টোবর রাতে মো. ওমর আলী, শাওন, আলমাছ আলী ও আব্দুল আলিম প্রবাসী সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে পূর্ব চর কৈজুরী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাশে রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ এসে নিহত সিরাজুলের মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠি ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠির মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয়, যা পরে ৩১ লাখ ৫০ হাজার টাকায় আপস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিশোধ নিতে ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করেন তারা।

ওসি একরামুল হোসাইন বলেন, ২৮ অক্টোবর রাতে নিহত সিরাজুলকে প্রথমে এক আসামির বাড়িতে আটক রাখা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর মরদেহ রাস্তার ওপর ফেলে দিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রেফতার ৫ আসামির মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের মাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রেফতারের পক্রিয়া চলছে।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকায় রাস্তায় পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নিহত সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়