ডেস্ক রিপোর্ট: খুলনার তেরখাদা উপজেলার হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আর টিভি
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এই ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র দিয়ে আবদুল কাদেরকে কুপিয়ে জখম করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সকাল সাতটার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করা হয। এ সময় তাকে কুপেয় জখম করা হয়। এ ঘটনায় এখনও আটক করা যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটছে বলেও জানান তিনি।