শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহকারী ভূমি কমিশনারকে বাঁচাতে গিয়ে নারী পুলিশ আহত

স্বপন দেব : [২] জেলার কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে যাওয়ার পর উপজেলা ভূমি সহকারী কমিশনারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভূমি দখলদার ও স্থানীয়দের হামলায় এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি কমলগঞ্জের এএসপি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৩] সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁ এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণ করার লক্ষে রোববার নওয়াগাঁও এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

[৫] সেমাবার সকালে উপজেলা প্রশাসনে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুজন। তারা ওই জমি দখলে নেন।

[৬] এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করে।

[৭] এ সময় সিতারা বেগম আহত এবং তার মৃত্যুর গুজব ছড়ালে স্থানীয়রা উত্তেজিত হয়ে সহকারী ভূমি কমিশনারের ওপর হামলায় চালায়। এতে এক নারী পুলিশ সদস্য আহত হন। কমিশনারের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

[৮] পরে পুলিশের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করা হয়। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়