শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহকারী ভূমি কমিশনারকে বাঁচাতে গিয়ে নারী পুলিশ আহত

স্বপন দেব : [২] জেলার কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে যাওয়ার পর উপজেলা ভূমি সহকারী কমিশনারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভূমি দখলদার ও স্থানীয়দের হামলায় এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি কমলগঞ্জের এএসপি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৩] সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁ এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণ করার লক্ষে রোববার নওয়াগাঁও এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

[৫] সেমাবার সকালে উপজেলা প্রশাসনে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুজন। তারা ওই জমি দখলে নেন।

[৬] এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করে।

[৭] এ সময় সিতারা বেগম আহত এবং তার মৃত্যুর গুজব ছড়ালে স্থানীয়রা উত্তেজিত হয়ে সহকারী ভূমি কমিশনারের ওপর হামলায় চালায়। এতে এক নারী পুলিশ সদস্য আহত হন। কমিশনারের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

[৮] পরে পুলিশের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করা হয়। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়