এইচ এম মিলন: [২] পাওনা টাকা ফেরত চাওয়ায় মাদারীপুরে মো. সজিব সরদার (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দাঁত ভেঙ্গে দিয়েছে তার স্ত্রীর বড় ভাই ও ভায়রা। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
[৩] সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়। এ হামলার ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগীর মামা। আহত সজিব কালকিনি উপজেলার কাজিবাকাই এলাকার পূর্ব খান্দলী গ্রামের গোলাম মাওলা সরদারের ছেলে।
[৪] ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, ব্যবসায়ী সজিব সরদারের কাছ থেকে প্রায় এক বছর আগে ব্যবসা করার কথা বলে ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকা ধার নেন তার স্ত্রীর বড় ভাই জেলা সদরের মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের রাসেল মাতুব্বর ও তার স্ত্রীর বোন জামাই (ভায়রা) সদরের তাঁতীবাড়ির আতিক মোল্লা। এক বছর পরে এ পাওনা টাকা ফেরত চান ব্যবসায়ী সজিব সরদার।
[৫] এ বিষয় নিয়ে উভয় পক্ষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে ব্যবসায়ী সজিব সরদারকে তার চাচার মাদারীপুর সদরে বাসা থেকে গত সোমবার রাত ১১টার দিকে ডেকে নিয়ে রাসেল মাতুব্বর, আতিয়ার মোল্লা ও রোমানসহ বেশ কয়েকজন মিলে পানিছত্র নামকস্থানে এলোপাথারিভাবে কুপিয়ে যখম করে ফেলে রাখে এবং তার দাঁত ভেঙ্গে দেয়। এ হামলার ঘটনায় ৩জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগীর মামা নুরুজ্জামান তালুকদার।
[৬] আহত ব্যবসায়ীর মা খালেদা বেগম বলেন, আমার ছেলের কাছ থেকে ২০লাখ টাকা ধার নিয়েছে তার সমুন্দি ও ভায়রায়। এখন পাওনা টাকা ফেরত চাওয়ায় আমার ছেলে সজিবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি তাদের বিচার চাই।
[৭] অভিযুক্ত রাসেল মাতুব্বর ও আতিয়ার মোল্লা সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
[৮] এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ব্যবসায়ী সজিব সরদারের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী