শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দিল বেচারা’ দেখে সঞ্জনার প্রশংসায় মার্কিন লেখক জন গ্রিন

মুসফিরাহ হাবীব: [২] 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' উপন্যাস থেকে তৈরি করা বলিউড ছবি ‘দিল বেচারা’য় সঞ্জনা সাংঘির অভিনয়ের প্রশংসা করলেন খোদ সেই উপন্যাসেরই লেখক।

[৩] বলিউডে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি আর সঞ্জনার প্রথম ছবি 'দিল বেচারা'। সেই ছবিতেই সঞ্জনা সাংঘিকে চিঠি লিখে তার অভিনয়ের প্রশংসা করেছেন 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস'-এর তরুণ মার্কিন লেখক জন গ্রিন। এর চেয়ে ভাল উপহার কী-ই বা হতে পারে!

[৪] জন গ্রিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেভাবে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানো হয়েছে তার স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী সাঞ্জনা। তার পোস্টেই বোঝা গেছে কতটা উচ্ছ্বসিত হয়েছেন তিনি। ২০১২ সালে এই উপন্যাস বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।

[৫] সঞ্জনার স্ক্রিনশটে দেখা গেছে, জন গ্রিন তাকে লিখেছেন, 'হে সঞ্জনা, আমি জন গ্রিন। দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের লেখক। আমি দিল বেচারা দেখেছি এবং খুবই ভাল লেগেছে। আমার মনে হয়েছে তুমি অসাধারণ অভিনয় করেছ। হৃদয় ও হিউমারের সংমিশ্রণে দারুণ আবেগপূর্ণ লেগেছে। কিজিকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য ধন্যবাদ।... অনেক শুভেচ্ছা রইল।'

[৬] এই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন সঞ্জনা সাংঘি। তিনি নিজে এই পোস্টে লিখেছেন, “এটা জন গ্রিন নিজে!” গত ২৪ জুলাই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ মিলিয়ন ভিউজ পেয়েছে ছবিটি। সুশান্তকে সম্মান জানাতেই এই ছবি নন-সাবস্ক্রাইবারদের জন্যও দেখার বন্দোবস্ত করে ডিজনি প্লাস হটস্টার। যদিও ছবিটি বড় পর্দায় মুক্তির দাবি তুলেছিলেন সুশান্তের ভক্তরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়