শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দিল বেচারা’ দেখে সঞ্জনার প্রশংসায় মার্কিন লেখক জন গ্রিন

মুসফিরাহ হাবীব: [২] 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' উপন্যাস থেকে তৈরি করা বলিউড ছবি ‘দিল বেচারা’য় সঞ্জনা সাংঘির অভিনয়ের প্রশংসা করলেন খোদ সেই উপন্যাসেরই লেখক।

[৩] বলিউডে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি আর সঞ্জনার প্রথম ছবি 'দিল বেচারা'। সেই ছবিতেই সঞ্জনা সাংঘিকে চিঠি লিখে তার অভিনয়ের প্রশংসা করেছেন 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস'-এর তরুণ মার্কিন লেখক জন গ্রিন। এর চেয়ে ভাল উপহার কী-ই বা হতে পারে!

[৪] জন গ্রিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেভাবে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানো হয়েছে তার স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী সাঞ্জনা। তার পোস্টেই বোঝা গেছে কতটা উচ্ছ্বসিত হয়েছেন তিনি। ২০১২ সালে এই উপন্যাস বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।

[৫] সঞ্জনার স্ক্রিনশটে দেখা গেছে, জন গ্রিন তাকে লিখেছেন, 'হে সঞ্জনা, আমি জন গ্রিন। দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের লেখক। আমি দিল বেচারা দেখেছি এবং খুবই ভাল লেগেছে। আমার মনে হয়েছে তুমি অসাধারণ অভিনয় করেছ। হৃদয় ও হিউমারের সংমিশ্রণে দারুণ আবেগপূর্ণ লেগেছে। কিজিকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য ধন্যবাদ।... অনেক শুভেচ্ছা রইল।'

[৬] এই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন সঞ্জনা সাংঘি। তিনি নিজে এই পোস্টে লিখেছেন, “এটা জন গ্রিন নিজে!” গত ২৪ জুলাই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ মিলিয়ন ভিউজ পেয়েছে ছবিটি। সুশান্তকে সম্মান জানাতেই এই ছবি নন-সাবস্ক্রাইবারদের জন্যও দেখার বন্দোবস্ত করে ডিজনি প্লাস হটস্টার। যদিও ছবিটি বড় পর্দায় মুক্তির দাবি তুলেছিলেন সুশান্তের ভক্তরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়