শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দিল বেচারা’ দেখে সঞ্জনার প্রশংসায় মার্কিন লেখক জন গ্রিন

মুসফিরাহ হাবীব: [২] 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' উপন্যাস থেকে তৈরি করা বলিউড ছবি ‘দিল বেচারা’য় সঞ্জনা সাংঘির অভিনয়ের প্রশংসা করলেন খোদ সেই উপন্যাসেরই লেখক।

[৩] বলিউডে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি আর সঞ্জনার প্রথম ছবি 'দিল বেচারা'। সেই ছবিতেই সঞ্জনা সাংঘিকে চিঠি লিখে তার অভিনয়ের প্রশংসা করেছেন 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস'-এর তরুণ মার্কিন লেখক জন গ্রিন। এর চেয়ে ভাল উপহার কী-ই বা হতে পারে!

[৪] জন গ্রিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেভাবে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানো হয়েছে তার স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী সাঞ্জনা। তার পোস্টেই বোঝা গেছে কতটা উচ্ছ্বসিত হয়েছেন তিনি। ২০১২ সালে এই উপন্যাস বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।

[৫] সঞ্জনার স্ক্রিনশটে দেখা গেছে, জন গ্রিন তাকে লিখেছেন, 'হে সঞ্জনা, আমি জন গ্রিন। দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের লেখক। আমি দিল বেচারা দেখেছি এবং খুবই ভাল লেগেছে। আমার মনে হয়েছে তুমি অসাধারণ অভিনয় করেছ। হৃদয় ও হিউমারের সংমিশ্রণে দারুণ আবেগপূর্ণ লেগেছে। কিজিকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য ধন্যবাদ।... অনেক শুভেচ্ছা রইল।'

[৬] এই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন সঞ্জনা সাংঘি। তিনি নিজে এই পোস্টে লিখেছেন, “এটা জন গ্রিন নিজে!” গত ২৪ জুলাই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ মিলিয়ন ভিউজ পেয়েছে ছবিটি। সুশান্তকে সম্মান জানাতেই এই ছবি নন-সাবস্ক্রাইবারদের জন্যও দেখার বন্দোবস্ত করে ডিজনি প্লাস হটস্টার। যদিও ছবিটি বড় পর্দায় মুক্তির দাবি তুলেছিলেন সুশান্তের ভক্তরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়