শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না আলু নাগালের মধ্যে নেই চাল ও পেঁয়াজ

লাইজুল ইসলাম: [২] প্রায় এক মাস হতে চললো আলুর বাজার নিয়ন্ত্রণহীন। সরকার খুচরা বাজারে প্রথম বার ৩০ ও পরের বার ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি করতে বললেও কাজ হয়নি। গত সপ্তাহে সরকারের নির্ধারিত মূল্যে কিছু জায়গায় আলু পাওয়া গেলেও বেশির ভাগ এলাকায় ৪৫-৫০ টাকা করে কিনতে হয়েছে আলু।

[৩] শুক্রবার সকালে রাজধানীর তিনটি বাজারে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে তিন দামে। পাইকারি বাজারে ৩৮ টাকা, খুচরা বাজারে ৪৫ ও এলাকা ভিত্তিক দোকানে ৫০ টাকা।

[৪] চালের দামও কমেনি গত দেড় মাসে। যদিও সরকার নির্ধারণ করে দিয়েছে তারপরও ৫৩-৫৪-৫৫ টাকা করে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। মোটা চাল আটাশ বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকা করে। [৫] আর পেঁয়াজের বাজার পুরাটাই বেসামাল। ভারতে পেঁয়াজ বন্ধ হওয়ার পর মিশর, মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আনা হলেও দাম কমেনি। দেশী পেঁয়াজ রাজশাহী ও পাবনা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৮২ টাকা করে। মানিকগঞ্জ ও ফরিদপুরের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা করে।

[৬] মিয়ানবারের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। কারণ এগুলো প্রায় বাংলাদেশের পেঁয়াজের মতো। তুরস্ক, পাকিস্তান, মিশর ও চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা করে। প্রকার ভেদে এসব পেঁয়াজের দাম একেক ধরনের। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়