শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর মন্ত্রিসভায় করোনার থাবা, আক্রান্ত স্মৃতি ইরানি!

ডেস্ক রিপোর্ট: নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ফের করোনার থাবা। এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার নিজেই টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘কোনো ঘোষণা করতে গেলে আমাকে শব্দ খুঁজতে হয়েছে, সেটা খুব কমই হয়েছে। তাই আমি সহজ ভাষায় বলছি, আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তারা দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন।’

প্রসঙ্গত, মঙ্গলবারই করোনা পজিটিভ হয়েছেন ভারতের আরেক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে। এবার আক্রান্ত হলেন মোদী ঘনিষ্ঠ স্মৃতি ইরানি। চিন্তার বিষয় হল, কেন্দ্রীয় বস্ত্র বিভাগের মন্ত্রী স্মৃতি ইরানি গত কয়েকদিনে বিহার বিধানসভা নির্বাচনের জন্যে একের পর এক সভায় যোগ দিয়েছিলেন। সেখানে বহু মানুষ মঞ্চে ছিলেন। জনসমাগমও হয়েছিল নজরকাড়া। এমন পরিস্থিতিতে স্মৃতি ইরানির স্বাস্থ্যের খবরে বিহার নির্বাচন ঘিরেও আশঙ্কা তৈরি হয়েছে।

তবে, করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে মোটের উপর সুস্থই আছেন স্মৃতি ইরানি। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন পড়েনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক হেভিওয়েট মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার মারণ ভাইরাস থাবা বসাল কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর শরীরে।

অপরদিকে, উত্‍‌সবের মরসুমে করোনা নিয়ে উদ্বেগ থাকলেও পরপর বেশ কয়েকদিন ধরে স্বস্তিজনক রিপোর্ট আসছে দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর গ্রাফের বিষয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৯৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছুঁইছুঁই দাঁড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে আরও ৫০৮ জনের। বুধবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ হাজার ৮৯৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নতুন সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ লাখ ৯০ হাজার ৩২২ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬ লাখ ১০ হাজার ৮০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭২ লাখ ৫৯ হাজার ৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হজার ৪৩৯ জন।নয়া দিগন্ত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়