তাপসী রাবেয়া: [২] স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতাবলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
[৩[ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষিরিত প্রজ্ঞাপনে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
[৩] এর আগে সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম জানান মঙ্গলবারই তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, তাকে বরখাস্ত করার পর পূর্ণাঙ্গ তদন্তের পর প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
[৪]কাউন্সিলর ইরফানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত আমলে নেয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। সম্পাদনা: বাশার নূরু
।