শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ধর্ষণের মামলা তুলে নিতে বাদিকে হুমকি

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় ধর্ষণের মামলা করে বিপাকে পরেছে এক বাদি। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন মামলার বাদি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আদালতের স্বরণাপন্ন হয়েছেন ওই বাদি। ধর্ষণ মামলার ১ নং আসামি গ্রেপ্তার হলেও অপর আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[৩] এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই কিশোরীর বাবা বাদি হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধার আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।

[৪] জানা গেছে, গেন্দুকুড়ি এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ আগস্ট ধর্ষন করেন ওই এলাকার ছোবহান আলীর ছেলে মিলন। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ১৭ অক্টোবর বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] এদিকে বাদির অভিযোগ অস্বীকার করে আসামী পক্ষের লোকজনের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে।

[৬] হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়