শিরোনাম
◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ হিসেবে আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার ◈ ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ◈ জোটে যাওয়ার বিষয়ে যা জানাল এনসিপি ◈ যে কারনে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত ◈ কুমিল্লা টাকার লোভে গলাকাটা হত্যা: সজিব গ্রেপ্তার, সিরাজের খোঁজে অভিযান

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ধর্ষণের মামলা তুলে নিতে বাদিকে হুমকি

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় ধর্ষণের মামলা করে বিপাকে পরেছে এক বাদি। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন মামলার বাদি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আদালতের স্বরণাপন্ন হয়েছেন ওই বাদি। ধর্ষণ মামলার ১ নং আসামি গ্রেপ্তার হলেও অপর আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[৩] এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই কিশোরীর বাবা বাদি হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধার আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।

[৪] জানা গেছে, গেন্দুকুড়ি এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ আগস্ট ধর্ষন করেন ওই এলাকার ছোবহান আলীর ছেলে মিলন। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ১৭ অক্টোবর বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] এদিকে বাদির অভিযোগ অস্বীকার করে আসামী পক্ষের লোকজনের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে।

[৬] হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়