শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ধর্ষণের মামলা তুলে নিতে বাদিকে হুমকি

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় ধর্ষণের মামলা করে বিপাকে পরেছে এক বাদি। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন মামলার বাদি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আদালতের স্বরণাপন্ন হয়েছেন ওই বাদি। ধর্ষণ মামলার ১ নং আসামি গ্রেপ্তার হলেও অপর আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[৩] এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই কিশোরীর বাবা বাদি হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধার আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।

[৪] জানা গেছে, গেন্দুকুড়ি এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ আগস্ট ধর্ষন করেন ওই এলাকার ছোবহান আলীর ছেলে মিলন। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ১৭ অক্টোবর বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] এদিকে বাদির অভিযোগ অস্বীকার করে আসামী পক্ষের লোকজনের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে।

[৬] হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়