শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুর্নামেন্ট সেরা মুশফিক; অন্যান্য পুরস্কার জিতলেন যারাৃ

নিজস্ব প্রতিবেদক : [২] বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ।

[৩] ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে সুমন খানের বোলিং তান্ডবে মাত্র ১৭৩ রানেই অলআউট হয় নাজমুল একাদশ। জবাবে ইমরুল – লিটনের ফিফটিতে ২৯.৪ বলেই ৭ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

[৪] কোন স্বীকৃত টুর্নামেন্ট না হলেও আসরে ছিল প্রাইজমানির ছড়াছড়ি। চ্যাম্পিয়ন হওয়ায় মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

[৫] ফাইনালে ম্যাচসেরা হয়েছেন সুমন খান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। সেরা ব্যাটসম্যান হয়েছেন ইরফান শুক্কুর। সেরা বোলার রুবেল হোসেন। আর সেরা ফিল্ডার নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

[৬] একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরুস্কার পেলেন:-
ফাইনালের সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
ফাইনালের সেরা বোলার- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের সেরা ফিল্ডার- নুরুল হাসান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের ম্যাচসেরা- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা বোলার- রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ফিল্ডার- নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্টের সেরা কামব্যাক- তাসকিন আহমেদ (তামিম একাদশ)

প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- রিশাদ আহমেদ ( নাজমুল একাদশ)।
প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড- মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন ধ্রæব ও তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়