শিরোনাম
◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা ◈ শনিবার খুলছে সেন্টমার্টিনের দ্বার, জাহাজ চালাবেন না মালিকেরা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনায় পরিবহন কাজের সাথে সম্পর্কিতদের ডাটাবেইজ তৈরির সুপারিশ

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৫ তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বৃহস্পতিবার কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] বৈঠকে কমিটি সদস্য মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান এবং সাহাদারা মান্নান অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, বৈঠকে নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে শিক্ষা বিষয়ক কর্মসূচি, ছিটমহলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসূচি এবং গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচিগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

[৬] কমিটি স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ঢাকার ইস্কাটনস্হ নারী পুর্নবাসন কেন্দ্রটির সার্বিক অবস্থা আকস্মিক পরিদর্শন করে বাস্তব চিত্র কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে।

[৭] বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বাস্তবায়নাধীন ২১টি কর্মসূচির উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর দিয়ে পুর্নাঙ্গ তথ্যসহ একটি ডাটাবেইজ তৈরীর সুপারিশ করা হয়।

[৮] কমিটি নি¤œবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযতœ কর্মসূচি প্রকল্পে কর্মরত কর্মচারীদের মানবিক কারণে বেতন-ভাতা প্রদান এবং চাকুরী রাজস্ব খাতে ও স্হায়ীকরণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের সুপারিশ করে।

[৯] বৈঠকে ছিটমহলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসূচির আওতাধীন উপকারভোগী এবং গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্হাপনার উন্নয়নে বাস মালিক সমিতি, যাত্রী কল্যাণ সমিতি, বাসের ড্রাইভার ও হেলপার এবং পরিবহন সংক্রান্ত কাজের সাথে সম্পর্কিত তাদের পুর্নাঙ্গ তথ্যের ভিত্তিতে ডাটাবেইজ তৈরীর সুপারিশ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়