শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে ছাড়াই জুভেন্টাসের জয়

ডেস্ক রিপোর্ট: কোভিড পজিটিভ হওয়ায় জুভেন্টাসের হয়ে সিরিএ এর একটি ও চ্যাম্পিয়নস লিগের গতকালের ম্যাচ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সিরিএ তে ড্র করলেও কাল চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচটি জয়ে শুরু করেছে জুভেন্টাস (২-০)।

এই ম্যাচে জয়ের নায়ক আলভারো মোরাতা। প্রথমার্ধ গোলশূন্য ছিল। পরের অর্ধে মোরাতা ২টি গোল করেন। আজ রোনালদোর আবার পরীক্ষা হবে। নেগেটিভ আসলে বার্সেলোনার বিপক্ষে ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি খেলবেন।

আগের মৌসুমে জুভেন্টাস শেষ ষোলো থেকে বিদায় নেয়। এবার নতুন কোচ হিসেবে এসেছেন আন্দ্রে পিরলো। তিনি খেলার গতি পরিবর্তন করেছেন। আর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর মত বড় তারকাকে ছাড়াই সফলতা পেলেন তিনি।

ডায়নামো কিয়েভের মাঠে খেলা। চাপ তো ছিলই। তবে ছোট ছোট পাসে খেলাটি সহজ করে ফেলেছে জুভরা। প্রথমার্ধে গোলের সুযোগ আসলেও হয়নি। অবশ্য পরের অর্ধে আলভারো মোরাতা জ্বলে ওঠেন। ৪৬ মিনিটে প্রথম গোল এনে দেন তিনি। খেলা শেষ হওয়ার আগে আবারো তার গোল ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস।

জয়ে শুরু ভাল হয়েছে। তবে এবার আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। পরের ম্যাচে লিওনেল মেসির বার্সেলোনা অপেক্ষা করছে। মেসি-রোনালদোর লড়াই দেখতে চায় বিশ্ব। সেক্ষেত্রে রোনালদোর কোভিড টেস্ট নেগেটিভ আসা চাই আগে। বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়