শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূকে অপহরণ করে মিরপুরে ৫ দিন ধরে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার এক গৃহবধূকে (২১) অপহরণ করে ঢাকার মিরপুরের একটি বাসায় পাঁচদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে রবিবার রাতে প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন হাওলাদারসহ দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে, গত ১৬ অক্টোবর মিরপুরের বাসা থেকে কৌশলে পালিয়ে আসেন ওই গৃহবধূ। সোমবার দুপুরে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার উদ্বৃতি দিয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গত ১১ অক্টোবর বাবার বাড়ি গৌরনদী থেকে ঢাকায় অবস্থানরত স্বামীর কাছে যাচ্ছিলেন ওই নির্যাতিতা। পথিমধ্যে বাকাই বাজারের কাছে পৌঁছালে নাসির উদ্দিনসহ অজ্ঞাত কয়েকজন মোটরসাইকেলযোগে তাকে অপহরণ করে।

পরে তাকে ঢাকার মিরপুর-১৪ নম্বরে নাসিরের এক আত্মীয়ের ভাড়া বাসায় নিয়ে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করে। গত ১৬ অক্টোবর রাতে নির্যাতিতা কৌশলে পালিয়ে আসেন।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়