স্পোর্টস ডেস্ক: [২] আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় সব ধরনের ক্রিকেটের বাইরে থাকা সাকিব দেশে ফেরেন গত গত ২ সেপ্টেম্বর। তার আগে পাঁচ মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছিলেন তিনি। দেশে ফেরার পর ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন তিনি।
[৩] শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন করলেও সিরিজ স্থগিত হওয়াতে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেন তিনি। তবে নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র ১১ দিন বাকি তার। এরপর আবারও মাঠে ফিরবেন তিনি। তবে প্রস্তুত রাখতে নিজের ফিটনেস ঠিক রাখতে যেভাবে পারছেন ঘাম ঝরাচ্ছেন। এই যেমন নিজেকে ফিট রাখতে যুক্তরাষ্ট্রে ঘাস কাটছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
[৪] ঘাস কাটার মেশিন হাতে সাকিবকে নিয়ে একটি পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির। সেই বার্তায় শিশির লিখেন, ‘এই সময় ফিটনেস ধরে রাখতে হবে।’ - স্পোর্টস জোন ২৪