শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিলিয়ার্সের বিপক্ষে বল করতে চান না ক্রিস মরিস ও যুবেন্দ্র চাহাল

র্স্পোস ডেস্ক : [২] মনে করুন আপনি একটি ক্রিকেট ম্যাচ খেলছেন। চলছে ম্যাচের ১৯তম ওভার। প্রতিপক্ষের ব্যাটিংয়ে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। সে সময় অধিনায়ক যদি ভিলিয়ার্সের বিপক্ষে আপনাকে বোলিং করতে বলে তাহলে আপনি কি করবেন? আপনি যাই করুন না কেন, ক্রিস মরিস এবং যুবেন্দ্র চাহাল অন্তত ‘বল করতে চান না’ সাবেক এই প্রোটিয়ার বিপক্ষে।

[৩] আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও ব্যাট হাতে নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। যার সর্বশেষ ঝলক দেখা গেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে ২২ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংসে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতেয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান।

[৪] জয়ের জন্য শেষ ২ ওভারে ৩৫ রানের প্রয়োজন হলে ২ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। রান তাড়া করার সময় ১৯তম ওভারে তার বিপক্ষে বল করা দুরূহ বলে মনে করেন বেঙ্গালুরুর পেসার মরিস।

[৫] এমনকি ১৯তম ওভারে অধিনায়ক তাকে ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করতে দিলে তিনি নকল হ্যামস্ট্রিং ইনজুরির আশ্রয় নেবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া তার কাছে কোন স্কোরই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন এই ডানহাতি পেসার। আর চাহালের কাছে জানতে চাওয়া হলে সে চুপচাপ থাকার কথা শুনিয়েছেন।

[৬] দক্ষিণ আফ্রিকার এই পেসার বলেন, তখন আমি নকল হ্যামস্ট্রিং ইনজুরির আশ্রয় নেব। এই মানুষটার জন্য দক্ষিণ আফ্রিকা ভাগ্যবান। তিনি যখন এই ধরনের মেজাজে থাকেন তখন তার বিপক্ষে বোলিং করা খুবই কঠিন। তিনি নিয়মিতভাবে যা করে যাচ্ছেন তাতে তার কাছে কোনা স্কোরই নিরাপদ নয়।

[৭] পেশাদার ক্রিকেটে আমি কখনও তাকে আউট করতে পারিনি, নেটে যখন আউট করতাম তখন খুব বেশি উদযাপন করতাম। তার বিপক্ষে বোলিং করার সময় আমার কোন পরিকল্পনা নেই।

[৮] ডি ভিলিয়ার্সের প্রশংসা করেছেন বেঙ্গালুরু দলপতি বিরাট কোহলিও। তিনি বলেন, বোলার কে, এটা বিবেচ্য নয়। আপনার প্রতিপক্ষ দলে বিশ্বের সেরা বোলার থাকতে পারে কিন্তু এবি যা করার করবেই। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়