শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনের পূর্বে ট্রাম্পের প্রচারণার লক্ষ্য ‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলো

লিহান লিমা: [২] আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থীতা করা রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট জো বাইডেন। বাইডেনের প্রচারণায় টিভি লাইভ ও অনলাইন গুরুত্ব পেলেও ট্রাম্প শিবিরের প্রচারণায় দেখা গিয়েছে বিপুল জনসমাগম। করোনা থেকে সেরে ওঠার পরপর ট্রাম্প একের পর এক র‌্যালি করছেন। এপি

[৩]আগামী তিন দিনের কর্মসূচীতে নির্বাচনী ফলাফলের মোড় ঘুরিয়ে দেয়া চার ব্যাটলগ্রাউন্ড রাজ্য- মিশিগান, উইসকনসিন, নাভাদা ও আরিজোনা সফর করতেন ট্রাম্প। সেই সঙ্গে যাবেন ক্যালিফোর্নিয়া। ২০১৬ সালে উইসকনসিন ও মিশিগানে জয় পান ট্রাম্প। উইসকনসিনের ডেমোক্রেট গর্ভনর প্রকাশ্যে ট্রাম্পের র‌্যালির নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাজ্য করোনার পুন:সংক্রমণ বাড়ছে। এর এর মধ্যেই প্রেসিডেন্ট দ্রুত-সংক্রমণ ছড়ানোর আয়োজন করে বসেছেন।’

[৪]মিশিগানের প্রচারণায় ট্রাম্প দাবী করেন , আগামা ভোট্ওে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন তিনি। এই সময় তিনি তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের দাঁড়ানোরও ঘোষণা দেন। যদিও যুক্তরাষ্ট্রের প্রথানুয়ায়ী একজন প্রেসিডেন্ট দুইবারের বেশি মেয়াদে দাঁড়ান না।

[৫]এর আগে এনবিসি নিউজের সঙ্গে টাউন হল লাইভের পূর্বে জর্জিয়া, ফ্লোরিডা, পেনসেলভেনিয়া, আইওয়া, নর্থ ক্যারোলিনায় র‌্যালি করেন ট্রাম্প।

[৬]যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমের রাজ্যগুলোর তুলনায় এবার ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের সমর্থন বেশি দেখা যাচ্ছে, যদিও এই দুই রাজ্য ঐতিহ্যগত ভাবে ডেমোক্রেট বলে খ্যাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়