শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেট কারকে ২০০ মিটার ঠেলে নিয়ে গেল ট্রেন, নিহত ৪

রহিদুল খান : [২] যশোরের অভয়নগর নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা শিশুসহ চারজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

[৩] শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে দিকে নওয়াপাড়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

[৪] পুলিশ জানায়, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় নওয়াপাড়ার ব্রীজের কাছে একটি প্রাইভেট কার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও একটি শিশু (৫) দুর্ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সন্ধ্যার পর আরেকজনের মৃত্যুর তথ্য এসেছে।

[৫] অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজন মারা যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

[৬] সন্ধ্যার পর এই রিপোর্ট লেখার সময় আরেকজনের মৃত্যুর তথ্য আসে। তবে আহতদের মধ্যে কে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়