শিরোনাম
◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন সাবেক পেসার মোহাম্মদ আকরাম

স্পোর্টস ডেস্ক: [২] গেল বছর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ হিসেবে একসাথে দায়িত্ব পান মিসবাহ উল হক। তবে গতকাল একটি দায়িত্ব থেকে অব্যাহতি নেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মিসবাহ। [৩] জানা গেছে চলতি বছরের পুরোটা সময় পর্যন্ত দায়িত্ব পালন করেন যাবেন তিনিই। আগামি বছরের শুরু থেকে দায়িত্ব পালন করবেন নতুন প্রধান নির্বাচক। সেই নির্বাচক কে হবেন, এই নিয়ে হচ্ছে জল্পনা-কল্পনা। শুরুতে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারের নাম শোনা গেলেও, আপাতত সেটি হচ্ছে না।

[৪] এবার নতুন নাম শোনা যাচ্ছে প্রধান নির্বাচক পদে। পাকিস্তানের আরেক সাবেক পেসার মোহাম্মদ আকরামকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনভাবেই পরিকল্পনা সাজাচ্ছে। বর্তমানে পিএসএলের দল পেশওয়ার জালমির ক্রিকেট পরিচালক পদে দায়িত্ব পালন করছেন আকরাম।

[৫] এছাড়া তিনি পিসিবি’র প্রধান নির্বাহি ওয়াসিম খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত বেশ। আরও একটি সুবিধা হলো বর্তমানে পরিবারসহ ইংল্যান্ডে বসবাস করছেন আকরাম। সেখানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। যার জন্যই পিসিবির মনে ধরেছে তাকে।

[৬] দেশটির ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র পাকিস্তান ক্রিকেট ডট কমকে বলেন, ‘আকরাম প্রধান নির্বাচকের পদ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন।’ এদিকে শোয়েব আখতারও আকরামের নামই নিয়েছেন প্রধান নির্বাচক পদের জন্য। - পাকিস্তান ক্রিকেট ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়