শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আয় বেড়েছে বড় শিল্পের, ছোটদের আয় কমেছে ৪০ ভাগ

বিশ্বজিৎ দত্ত: [২] রাজস্ব বোর্ডের হিসাবে বড় করদাতাদের কর প্রবৃদ্ধি ১৭ শতাংশ।

[৩] এনবিআরের বড় করদাতা রয়েছে ৯৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে ২৪৮টি হলো কোম্পানি। বাকি ৭০৬ জন হলেন ব্যক্তি। জুলাই পর্যন্ত এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর হিসাবে দেখা গেছে তাদের আয় বৃদ্ধি পেয়েছে গড়ে ১৭ শতাংশ। অর্থাৎ এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ২৪,০০০ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে ২৯,০০০ কোটি টাকা। অন্যদিকে এই প্রতিষ্ঠানগুলোর বাইরে এনবিআরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩ শতাংশ কম।

[৪] এলটিইউ সূত্র জানায়, ব্যাংকগুলো ভাল লাভ করেছে। এরপরে রয়েছে ফার্মাসিউটিক্যাল। ব্যাংকগুলো মোট লাভ করেছে ৫৭,০৯৫ কোটি টাকা যা আগের বছর ছিল ৪৪,৬৫৮ কোটি।

[৫] প্রণোদনার হিসাবেও বড় শিল্পের জন্য বরাদ্দ ৩০,০০০ কোটি টাকার বাইরে আরো ১০,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বড় শিল্পের মালিকরা। অন্যদিকে ছোট শিল্পের মালিকদের ২০,০০০ কোটি টাকার ২৫ শতাংশ ঋণ দেয়া যায়নি।

[৬] ড. আহসাান এইচ মনসুর বলেন, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় ছোট ও মাঝারি আয়ের লোক জনের আয় কমে গেছে ৪০ শতাংশ। এ কারণে বাজারে বড় শিল্প ঢোকে পড়েছে। পেঁয়াজ মরিচ থেকে শুরু করে ব্যাংক এখন বড়দের দখলে। বাজারে ছোটরা মার খাওয়ায় প্রতিযোগিতা কমে গেছে। বড়রা একচেটিয়া এখন বাজারে। সুতরাং তাদের লাভ বেশি হচ্ছে। সরকারি প্রণোদণাও তারা বেশি নিতে পারছে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়