শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আয় বেড়েছে বড় শিল্পের, ছোটদের আয় কমেছে ৪০ ভাগ

বিশ্বজিৎ দত্ত: [২] রাজস্ব বোর্ডের হিসাবে বড় করদাতাদের কর প্রবৃদ্ধি ১৭ শতাংশ।

[৩] এনবিআরের বড় করদাতা রয়েছে ৯৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে ২৪৮টি হলো কোম্পানি। বাকি ৭০৬ জন হলেন ব্যক্তি। জুলাই পর্যন্ত এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর হিসাবে দেখা গেছে তাদের আয় বৃদ্ধি পেয়েছে গড়ে ১৭ শতাংশ। অর্থাৎ এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ২৪,০০০ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে ২৯,০০০ কোটি টাকা। অন্যদিকে এই প্রতিষ্ঠানগুলোর বাইরে এনবিআরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩ শতাংশ কম।

[৪] এলটিইউ সূত্র জানায়, ব্যাংকগুলো ভাল লাভ করেছে। এরপরে রয়েছে ফার্মাসিউটিক্যাল। ব্যাংকগুলো মোট লাভ করেছে ৫৭,০৯৫ কোটি টাকা যা আগের বছর ছিল ৪৪,৬৫৮ কোটি।

[৫] প্রণোদনার হিসাবেও বড় শিল্পের জন্য বরাদ্দ ৩০,০০০ কোটি টাকার বাইরে আরো ১০,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বড় শিল্পের মালিকরা। অন্যদিকে ছোট শিল্পের মালিকদের ২০,০০০ কোটি টাকার ২৫ শতাংশ ঋণ দেয়া যায়নি।

[৬] ড. আহসাান এইচ মনসুর বলেন, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় ছোট ও মাঝারি আয়ের লোক জনের আয় কমে গেছে ৪০ শতাংশ। এ কারণে বাজারে বড় শিল্প ঢোকে পড়েছে। পেঁয়াজ মরিচ থেকে শুরু করে ব্যাংক এখন বড়দের দখলে। বাজারে ছোটরা মার খাওয়ায় প্রতিযোগিতা কমে গেছে। বড়রা একচেটিয়া এখন বাজারে। সুতরাং তাদের লাভ বেশি হচ্ছে। সরকারি প্রণোদণাও তারা বেশি নিতে পারছে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়