শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে দুই বোনকে ‘ধর্ষণ’, ভবনের তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কিশোরী দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু বক্কর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি ৬তলা ভবনের তত্ত্বাবধায়ক।

দুই বোনের স্বজনরা গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ থেকে আবু বক্করকে আটক করার পর পুলিশে খবর দেয়।

সোমবার রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় গতকাল রাতেই দুই কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। বাবা জানান, একই এলাকায় বসবাস করায় তাঁর মেয়েরা আবু বক্করকে নানা বলে ডাকত। গত ৫ অক্টোবর দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে তাদের ডেকে নেন আবু বক্কর। এরপর ছয়তলা ভবনের নিচতলায় আটকে রেখে দুই বোনকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন তিনি এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, গত ৫ অক্টোবর ধর্ষণের পর আবু বক্কর নোয়াখালীর সেনপাড়ায় নিজ গ্রামের বাড়িতে চলে যান। গতকাল ফিরে এলে ওই দুই কিশোরীর স্বজনরা তাঁকে আটকে রেখে জিজ্ঞেস করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। তারপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সূত্র: এনটিভি, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়