মুহাম্মদ মহিউদ্দিন: [২] রোববার (১১ অক্টোবর) গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
[৩] সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ রাজশাহী হতে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় মা- বাবার দোয়া হোটেলের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশের্^ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাহার নিকট হতে ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি নকিয়া বাটন মোবাইল,০১টি সিম উদ্ধার করা হয়।
[৪] গ্রেপ্তারকৃত আসামি- মো. আলমগীর(২৯),পিতা-মো. আ. রশিদ , সাং-নওহাটা, থানা-এনায়েতপুর, জেলা- সিরাজগঞ্জ ।
[৫] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
[৬] এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
[৭] র্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। সম্পাদনা: সাদেক আলী