শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্স ও পর্তুগাল লড়াই গোলশূন্য

স্পোর্টস ডেস্ক : [২] কোভিডের কারণে এতোদিন দর্শক ছিল না বিশ্বের কোনো স্টেডিযামে। কিছুদিন আগে জার্মানিতে দর্শকপূর্ণ মাঠে প্রথম খেলা হয়। এবার ফ্রান্স দ্বিতীয় দেশ, যারা রোববার রাতে এক হাজার দর্শক উপস্থিতিতে পর্তুগালের সঙ্গে লড়াই করলো। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগে রোববার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের উভয় দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

[৩] জুভেন্টাস ফরোয়ার্ড ৩৫ বছর বয়সী রোনালদো এদিন কয়েকটি সুযোগ সৃষ্টি করেও গোল পাননি। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের তরুণ ফুটবলার ২১ বছর বয়সী এমবাপে নিজের স্কিলে চোখ জুড়ালেও প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।

[৪] ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করা পর্তুগাল পরের ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারায়। আর সুইডেনের মাঠে ১-০ গোলে জিতে শুরু করা দিদিয়ের দেশমের দল দ্বিতীয় রাউন্ডে ক্রোয়াটদের উড়িয়ে দেয় ৪-২ গোলে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফ্রান্স।

[৫] দিনের আরেক ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সুইডেনের পয়েন্ট শূন্য। পরের রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে ফরাসিরা। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়