শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে মানবন্ধন

ইউসুফ মিয়া: [২] দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার সকাল ১০টায় জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধনে বক্তারা দেশব্যাপী অব্যাহত খুন ধর্ষণ ও নারীর প্রতি সংহিসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দ্রুত আইন সংশোধনের দাবি করেন।

[৫] বক্তারা আরো বলেন, দেশব্যাপী অব্যাহত খুন ও ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না। মিডিয়াতে যেসব তথ্য আসছে তাতে দেখা যায় বেশির ভাগ অপরাধের সাথে সরকারী দলের অনেক নেতাকর্মীরা জড়িত। তাদের গ্রেপ্তারসহ সকল অপরাধীদের বিচারের মুখোমুখি করা হলে এসব অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

[৬] রাজবাড়ী জেলা ছাত্রসমাজের সভাপতি ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড হাবিবুর রহমান বাচ্চু। এছাড়া মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন, সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, সাংগঠনি সম্পাদক আক্কাস আলী বাবুু, জাতীয় পার্টির সদর উপজেলা কমিটির সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর সভার সভাপতি আসাদুজ্জামন চাঁদ, ছাত্রনেতা মনিরুল ইসলাম মুন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়