শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে দেশের অর্থনীতির তেমন কোনো ক্ষতি হয়নি, বললেন বন মন্ত্রী শাহাব উদ্দীন

স্বপন দেব:[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দুরদর্শিতার মাধ্যমে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কারণে বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুহার তুলনামূলক কম হয়েছে। মানুষ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক লোক করোনা ভাইরাস থেকে বাঁচতে পারতো।

[৩] শনিবার (১০ ই অক্টোবর) সকালে জুড়ী উপজেলা পরিষদ জনমিলন কেন্দ্রে নন এমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া অনুদানের চেক বিতরণ ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুড়ী উপজেলার পূজা মন্ডপ সমূহের জিআর চাল বিতরণ, গৃহহীণদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত ঘরের চাবী হস্তান্তর এবং ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনা খাবার বিতরণ অনুষ্টানে মন্ত্রী এ কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কোনো লোক না খেয়ে মরবে না। সরকার দেশের প্রতিটি ইউনিয়নের দরিদ্র মানুষকে ভিজিডি চাল বিতরণ করছে। গৃহহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘর নির্মাণ করে দিচ্ছেন। করোনার কারণে এ দেশের অর্থনীতির কোনো ক্ষতি হয়নি। রিজার্ভের পরিমাণ ও রেমিট্যান্স স্বাভাবিকের তুলনায় করোনাকালীন সময়ে আরো বৃদ্ধি হয়েছে।

[৫] বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন বলেন আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের অগ্রীম শারদীয় শুভেচ্ছা জানাই। প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সরকার ৫শ’ কেজি করে চাল প্রদাণ করেছে। আপনারা সকল নিয়মাবলি মেনে দূর্গা উৎসব পালন করবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা আয়োজন করতে পুলিশ প্রশাসন আপনাদের পাশে থাকবে। আমি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনাদের সকলের দোয়ায় সুস্থ হয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়