শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের মাঠে ফিরলো ক্রিকেট, শুরু হলো তিন দলের টুর্ণামেন্ট

নিজস্ব প্রতিবেদক: [২] দীর্ঘ প্রায় সাত মাস পর সিলেটেও ক্রিকেট ফিরেছে। ঢাকার পর এবার সিলেটের মাঠে গড়ালো ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দলের টি-২০ টুর্ণামেন্ট শুরু হয়েছে।

[৩] সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন তিন দলের টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটি আয়োজন করেছে। শুক্রবার সকালে টুর্ণামেন্টটির উদ্বোধন করেছেন বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

[৪] তিনটি দলের হয়ে সিলেটের প্রথম শ্রেণীর ও বিভাগীয় দলগুলোর ক্রিকেটাররা অংশ নিয়েছেন। টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটিতে তিনটি দলের নাম রাখা হয়েছে সিলেট এক্সপ্রেস, সিলেট ওয়ারিয়র্স ও সিলেট রেঞ্জার্স।

[৫] শুক্রবার প্রথম ম্যাচে সিলেট ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সিলেট রেঞ্জার্স। তিনটি দলকেই নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা। সিলেট ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে ইমতিয়াজ হোসেন তান্নাকে, সিলেট রেঞ্জার্সের অধিনায়ক অলক কাপালী ও সিলেট এক্সপ্রেসের অধিনায়ক করা হয়েছে এনামুল হক জুনিয়রকে।

[৬] এনামুল হক জুনিয়রের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় দলের অধিনায়ক অলক কাপালী, ইমতিয়াজ হোসেন তান্না, নাবিল সামাদ, এজাজ আহমদ, আজাদ খান, সাদিকুর রহমান তাজিন, জাকির হাসান, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী, বিসিবির বিভাগীয় কোচ এ.কে.এম মাহমুদ ইমন, ক্রিকেট কোচ রিংকু সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়