শিরোনাম
◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের মাঠে ফিরলো ক্রিকেট, শুরু হলো তিন দলের টুর্ণামেন্ট

নিজস্ব প্রতিবেদক: [২] দীর্ঘ প্রায় সাত মাস পর সিলেটেও ক্রিকেট ফিরেছে। ঢাকার পর এবার সিলেটের মাঠে গড়ালো ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দলের টি-২০ টুর্ণামেন্ট শুরু হয়েছে।

[৩] সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন তিন দলের টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটি আয়োজন করেছে। শুক্রবার সকালে টুর্ণামেন্টটির উদ্বোধন করেছেন বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

[৪] তিনটি দলের হয়ে সিলেটের প্রথম শ্রেণীর ও বিভাগীয় দলগুলোর ক্রিকেটাররা অংশ নিয়েছেন। টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটিতে তিনটি দলের নাম রাখা হয়েছে সিলেট এক্সপ্রেস, সিলেট ওয়ারিয়র্স ও সিলেট রেঞ্জার্স।

[৫] শুক্রবার প্রথম ম্যাচে সিলেট ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সিলেট রেঞ্জার্স। তিনটি দলকেই নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা। সিলেট ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে ইমতিয়াজ হোসেন তান্নাকে, সিলেট রেঞ্জার্সের অধিনায়ক অলক কাপালী ও সিলেট এক্সপ্রেসের অধিনায়ক করা হয়েছে এনামুল হক জুনিয়রকে।

[৬] এনামুল হক জুনিয়রের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় দলের অধিনায়ক অলক কাপালী, ইমতিয়াজ হোসেন তান্না, নাবিল সামাদ, এজাজ আহমদ, আজাদ খান, সাদিকুর রহমান তাজিন, জাকির হাসান, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী, বিসিবির বিভাগীয় কোচ এ.কে.এম মাহমুদ ইমন, ক্রিকেট কোচ রিংকু সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়