শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের মাঠে ফিরলো ক্রিকেট, শুরু হলো তিন দলের টুর্ণামেন্ট

নিজস্ব প্রতিবেদক: [২] দীর্ঘ প্রায় সাত মাস পর সিলেটেও ক্রিকেট ফিরেছে। ঢাকার পর এবার সিলেটের মাঠে গড়ালো ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দলের টি-২০ টুর্ণামেন্ট শুরু হয়েছে।

[৩] সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন তিন দলের টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটি আয়োজন করেছে। শুক্রবার সকালে টুর্ণামেন্টটির উদ্বোধন করেছেন বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

[৪] তিনটি দলের হয়ে সিলেটের প্রথম শ্রেণীর ও বিভাগীয় দলগুলোর ক্রিকেটাররা অংশ নিয়েছেন। টি-২০ ফরম্যাটের টুর্ণামেন্টটিতে তিনটি দলের নাম রাখা হয়েছে সিলেট এক্সপ্রেস, সিলেট ওয়ারিয়র্স ও সিলেট রেঞ্জার্স।

[৫] শুক্রবার প্রথম ম্যাচে সিলেট ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সিলেট রেঞ্জার্স। তিনটি দলকেই নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা। সিলেট ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে ইমতিয়াজ হোসেন তান্নাকে, সিলেট রেঞ্জার্সের অধিনায়ক অলক কাপালী ও সিলেট এক্সপ্রেসের অধিনায়ক করা হয়েছে এনামুল হক জুনিয়রকে।

[৬] এনামুল হক জুনিয়রের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় দলের অধিনায়ক অলক কাপালী, ইমতিয়াজ হোসেন তান্না, নাবিল সামাদ, এজাজ আহমদ, আজাদ খান, সাদিকুর রহমান তাজিন, জাকির হাসান, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী, বিসিবির বিভাগীয় কোচ এ.কে.এম মাহমুদ ইমন, ক্রিকেট কোচ রিংকু সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়