সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দিনেরটুক গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কালামের পুত্র মানিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রাম থেকে পার্শ্ববর্তী দিনেরটুক গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী। রাতে মানিক আত্মীয়ের বসতঘরে ঢুকে জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মানিককে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করেন ভিকটিমের পরিবার।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম বলেন, দিনেরটুক গ্রামে এক তরুণী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।