শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির এইচপি দলে চমক জাগানিয়া অচেনা নতুন দুই পেস সেনসেশন!

রাহুর রাজ: [২] অনুশীলন ক্যাম্পের জন্য এইচপি দলের জন্য ২৫ জন খেলোয়াড়কে বাছাই করেছে বিসিবি। ইতোমধ্যেই শুরু হয়েছে তাদের স্কিল ও ফিটনেস প্রশিক্ষণ। এবারের এইচপি স্কোয়াডে সবচেয়ে বেশি ক্রিকেটার রাখা হয়েছে পেসার ক্যাটাগরিতে, ৯ জন। সেখানে সবাই কৌতুহল জাগানিয়া দুটি নাম হলো নোমান ও রেজাউর।

[৩] এই স্কোয়াডে দুইজন উইকেটরক্ষক এবং সাতজন ব্যাটসম্যান আছেন। স্কোয়াডে স্পিনারও আছেন সাতজন। যাদের মধ্যে তিন জন লেগ স্পিনার ও দুইজন, আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ মেহেদী হাসান, জাতীয় দলে অভিষিক্ত ক্রিকেটার।

[৪] এছাড়া দলের পেস বোলার আছেন ৯ জন। তাদের মধ্যেই কেউই জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন নয়। তবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের চার জন পেসার আছেন। আর ৯ জনের মধ্যে সবচেয়ে অচেনা দুই নাম হলো নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা।

[৫] গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক নোমানের। ১৯ বছর বয়সী পেসার চট্টগ্রাম ও পূর্বাঞ্চলের হয়ে মোট ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, প্রাপ্তি মোটে ৭ উইকেট। গত অক্টোবরেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি যুব টেস্টে নিয়েছিলেন ২ উইকেট।

[৬] তুলনায় রেজাউর অবশ্য একটু পরিচিত। ঘরোয়া ক্রিকেটে শুরুতে একটু সাফল্যের স্বাদও পেয়েছেন। সিলেট ও পূর্বাঞ্চলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। ইনিংসে ৪ ও ৫ উইকেট শিকার করেছেন একবার করে। গত ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে নিয়েছেন ৪ উইকেট।

[৭] তাদের দলেও নেওয়ার ব্যাপারে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “ওদের মধ্যে কিছু একটা দেখেছি বলেই আমরা নিয়েছি। নোমানের গতি বেশ ভালো। রেজাউরের গতিও খারাপ নয়। দুজনই ভালো জায়গায় বল করে যেতে পারে টানা। এজন্যই ওদেরকে চম্পকা রামানায়েকের হাতে (এইচপির বোলিং কোচ) দিচ্ছি, যদি গড়ে নিতে পারে।”

বাংলাদেশ এইচপি দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আকবার আলী, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়