শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

সিরাজুল ইসলাম: [২] দেশটি প্রতিষ্ঠাতার পর থেকে ঘরবাড়িগুলো গুড়িয়ে দিয়েছে। তাদের দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন। আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার মঙ্গলবার এ খবর প্রচার করেছে।

[৩] প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছে অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক একটি সংগঠন। তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে। ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অনেক ঘরবাড়ি তারা অবরোধ করে রেখেছে। এ কারণে ১০ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন। তাদের দখলদারিত্ব থামছে না। তারা পাখির মতো গুলি করে মানুষ মারছে।

[৪] সংগঠনটি বলছে, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। তারা নারী-শিশুদেরও রেহাই দিচ্ছে না। কোনও প্রকার উস্কানি ছাড়াই তারা মানুষ ধরে নিয়ে আটকে রাখছে, মারধর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়