শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

সিরাজুল ইসলাম: [২] দেশটি প্রতিষ্ঠাতার পর থেকে ঘরবাড়িগুলো গুড়িয়ে দিয়েছে। তাদের দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন। আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার মঙ্গলবার এ খবর প্রচার করেছে।

[৩] প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছে অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক একটি সংগঠন। তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে। ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অনেক ঘরবাড়ি তারা অবরোধ করে রেখেছে। এ কারণে ১০ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন। তাদের দখলদারিত্ব থামছে না। তারা পাখির মতো গুলি করে মানুষ মারছে।

[৪] সংগঠনটি বলছে, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। তারা নারী-শিশুদেরও রেহাই দিচ্ছে না। কোনও প্রকার উস্কানি ছাড়াই তারা মানুষ ধরে নিয়ে আটকে রাখছে, মারধর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়