শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আপাতত স্বস্তি, অর্থনীতির পালে হওয়া ◈ ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি, জেলেনস্কির জ্বালানি খাতের সংস্কার প্রতিশ্রুতি  ◈ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ◈ হাসিনার মামলার রায়: কর্মসূচির নামে নাশকতার চেষ্টা, উদ্বেগ-উৎকণ্ঠা ◈ মধ্যরাতে হাজারীবাগে পার্কিং করা বাসে আগুন ◈ বাংলাদেশের এমসিসি অবস্থা আরও শোচনীয়: রেড জোনে ১৬ সূচক, উন্নতি মাত্র একটিতে ◈ কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল ◈ ৩ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ রাজনৈতিক এলিট সেটলমেন্ট না বদলালে পরিবর্তন সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ বরিশালে হাফ ভড়া নিয়ে দ্বন্দ্বে রণক্ষেত্র, শতাধিক বাসে ভাঙচুর, আহত ৪০

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর সভাপতিত্বে ১০ম বৈঠক বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে ৯ম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ( টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) এর লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সমূহের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৫] করোনা পরিস্থিতি মোকাবেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে মন্ত্রণালয়কে সুপারিশ।

[৬] বৈঠকে প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী, আবহাওয়া অধিদপ্তর ও জরিপ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়